About Corona Lyrics - Tabib and Rana

About Corona Song Lyrics - Tabib Mahmud and Gully Boy Rana


Singer Tabib Mahmud ,Gully Boy Rana
Singer Raihan Uddin
Music LMG BEATS
Song Writer Tabib Mahmud

এই রানা শোন একটি রোগের নাম ভাইরাস করোনা-Lyrics:

এই রানা শোন 
একটি রোগের নাম ভাইরাস করোনা 
এই ব্যাপারে তোর আছে কোন ধারণা 
জানি না আমি ভাই এত কিছু বুঝিনা 
বুঝতে হবে নয় মরতে হবে 
আরে ভাইরাস করোনা হতে পারে তোর 
ভালোমতো হাত ধুবি সাবান দিয়ে 
কি যা-তা বলছেন জবান দিয়ে 
হাত ধুবো কেন 
হাত ধুবো কেন 
আপনি জানেন না
ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না 
কে বললো তোকে তুই জানলি কোথায়
 নেট থেকে দেখেছি হাজার উপায় 
তারপরও হাত ধুবি 
হাত ধুলে ক্ষতি নাই 
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই ,
সহমত ভাই আপনি যা বলবেন তাই হবে তাই 
খুব প্রয়োজন মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন ,
নাক-মুখ-চোখ দিয়ে ভাইরাস ঢুকে
 সরাসরি হিট করে আমাদের বুকে,
 কিন্তু যে ভাই ,ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?
গুড কোশ্চেন ,
এই রানা শোন যত্রতত্র থুথু ফেলবি না 
অপরিষ্কার কিছু ধরবি না 
হাত দিয়ে চোখ নাক ডলবি না 
ভাইরাস তবে তোকে ধরবে না ,
যদি ধরে তবে 
এমনতো নয় এই রোগ হলে মারা যায় 
অধিকাংশই এই রোগ হলে বেঁচে যাই 
চিন্তা নাই ,
না চিন্তা আছে 
এইটার মাঝেও শিক্ষা আছে 
কি শিক্ষা ভাই 
সমাজের যদি হয় ভাইরাস তবে 
ধনী ও গরিব সব ভেঙেচুরে যাবে 
একটি রোগের কাছে অসহায় মানুষেরা 
কি করবে ভেবে ভেবে হয়ে যাই দিশেহারা 
এইটাকে বলে কেউ খোদার আজাব 
রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব 
কতিপয় লোক আছে 
আমার মত ঘরে বসে খাই শুধু গরুর কাবাব 

আজ সমাজের হয়েগেছে ফুসফুসে কাশি 
এ খবর শুনে মোরা ঘরে বসে হাসি 
লক্ষ পথশিশু ঘর নাই যার 
কোথায় সাবান পাবে হাত ধরে তার 

একযোগে যেদিন হবে সচেতন 
সেদিন পাবে সবে নতুন জীবন
একযোগে যেদিন হবে সচেতন 
সেদিন পাবে সবে নতুন জীবন


About Corona  Song lyrics:

ei rana son ekte roger nam virus corona 
ei bapare tor ase kono dharona
jani na ami vai ato kicu buji nah
bujte hobe noi morte hobe
are virus corona hote pare tor
valo moto hat dhubi saban dia
ki ja ta bolcen joban dia
hat dhubo keno
apne janen nah virus corona 
bidho loker hoi sisuder hoi nah



A message for you : এটিকে গান নয়; একটি সচেতন বার্তা হিসেবে দেখে সবাইকে এক যোগে সচেতন হবার অনুরোধ করছি। পৃথিবী যখন স্রষ্টা ছাড়া অন্য কাউকে বেশি ভয় করে তখন এসব রোগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্রষ্টা ছাড়া কাউকে ভয় করো না।সকলকে আমাদের প্রভু করোনা থেকে হেফাজত করুক।

Post a Comment

0 Comments