Skip to main content

About Corona Lyrics - Tabib and Rana

About Corona Song Lyrics - Tabib Mahmud and Gully Boy Rana


Singer Tabib Mahmud ,Gully Boy Rana
Singer Raihan Uddin
Music LMG BEATS
Song Writer Tabib Mahmud

এই রানা শোন একটি রোগের নাম ভাইরাস করোনা-Lyrics:

এই রানা শোন 
একটি রোগের নাম ভাইরাস করোনা 
এই ব্যাপারে তোর আছে কোন ধারণা 
জানি না আমি ভাই এত কিছু বুঝিনা 
বুঝতে হবে নয় মরতে হবে 
আরে ভাইরাস করোনা হতে পারে তোর 
ভালোমতো হাত ধুবি সাবান দিয়ে 
কি যা-তা বলছেন জবান দিয়ে 
হাত ধুবো কেন 
হাত ধুবো কেন 
আপনি জানেন না
ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না 
কে বললো তোকে তুই জানলি কোথায়
 নেট থেকে দেখেছি হাজার উপায় 
তারপরও হাত ধুবি 
হাত ধুলে ক্ষতি নাই 
ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই ,
সহমত ভাই আপনি যা বলবেন তাই হবে তাই 
খুব প্রয়োজন মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন ,
নাক-মুখ-চোখ দিয়ে ভাইরাস ঢুকে
 সরাসরি হিট করে আমাদের বুকে,
 কিন্তু যে ভাই ,ঘর নাই যার
কোথায় সাবান পাবে হাত ধোবে তার ?
গুড কোশ্চেন ,
এই রানা শোন যত্রতত্র থুথু ফেলবি না 
অপরিষ্কার কিছু ধরবি না 
হাত দিয়ে চোখ নাক ডলবি না 
ভাইরাস তবে তোকে ধরবে না ,
যদি ধরে তবে 
এমনতো নয় এই রোগ হলে মারা যায় 
অধিকাংশই এই রোগ হলে বেঁচে যাই 
চিন্তা নাই ,
না চিন্তা আছে 
এইটার মাঝেও শিক্ষা আছে 
কি শিক্ষা ভাই 
সমাজের যদি হয় ভাইরাস তবে 
ধনী ও গরিব সব ভেঙেচুরে যাবে 
একটি রোগের কাছে অসহায় মানুষেরা 
কি করবে ভেবে ভেবে হয়ে যাই দিশেহারা 
এইটাকে বলে কেউ খোদার আজাব 
রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব 
কতিপয় লোক আছে 
আমার মত ঘরে বসে খাই শুধু গরুর কাবাব 

আজ সমাজের হয়েগেছে ফুসফুসে কাশি 
এ খবর শুনে মোরা ঘরে বসে হাসি 
লক্ষ পথশিশু ঘর নাই যার 
কোথায় সাবান পাবে হাত ধরে তার 

একযোগে যেদিন হবে সচেতন 
সেদিন পাবে সবে নতুন জীবন
একযোগে যেদিন হবে সচেতন 
সেদিন পাবে সবে নতুন জীবন


About Corona  Song lyrics:

ei rana son ekte roger nam virus corona 
ei bapare tor ase kono dharona
jani na ami vai ato kicu buji nah
bujte hobe noi morte hobe
are virus corona hote pare tor
valo moto hat dhubi saban dia
ki ja ta bolcen joban dia
hat dhubo keno
apne janen nah virus corona 
bidho loker hoi sisuder hoi nah



A message for you : এটিকে গান নয়; একটি সচেতন বার্তা হিসেবে দেখে সবাইকে এক যোগে সচেতন হবার অনুরোধ করছি। পৃথিবী যখন স্রষ্টা ছাড়া অন্য কাউকে বেশি ভয় করে তখন এসব রোগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্রষ্টা ছাড়া কাউকে ভয় করো না।সকলকে আমাদের প্রভু করোনা থেকে হেফাজত করুক।

Comments

Popular posts from this blog

Exploring the Generations of Computer

Introduction: Understanding the Importance of Computer Evolution Computers are undoubtedly one of the most remarkable technological advancements in human history. From their humble beginnings as room-sized machines to the sleek and powerful devices we have today, computers have revolutionized every aspect of our lives. The evolution of computers has been nothing short of astounding. Starting with simple calculating machines, they have evolved into complex and intelligent devices that can perform many tasks simultaneously. Today, computers are capable of processing enormous amounts of data, executing complex algorithms, and providing us with instant access to information from all corners of the globe. The importance of computers in our modern world cannot be overstated. They have become an integral part of our daily routines, from communication and entertainment to education and business operations. Computers enable us to connect with people across the globe, access vast databases...

How Wolfgang Van Halen Achieved Impressive Weight Loss

Wolfgang Van Halen, the talented musician and son of rock legend Eddie Van Halen, has recently made headlines not only for his musical prowess but also for his incredible weight loss transformation.  Wolfgang van halen weight loss is is very impressive.  This transformation has not only had a profound impact on Wolfgang's physical health but also his music career.  For years, Wolfgang struggled with weight-related issues that affected his confidence and overall well-being. However, through dedication, hard work, and a commitment to a healthier lifestyle, he has managed to shed excess pounds and achieve a remarkable body transformation. The impact of Wolfgang's weight loss journey goes beyond just personal achievement. It has influenced his music career in ways that have captivated fans and industry professionals alike. The newfound physical fitness and increased energy levels have undoubtedly contributed to his stage presence and overall performance as a musician. Furth...

Everything You Need to Know About Acne Wipes

 Acne can be a common and frustrating skin condition for many individuals, but thanks to advancements in acne wipes, there are now various treatment options available. One such solution that has gained popularity is acne wipes. In this article, we’ll delve into the world of acne wipes, understand their benefits, explore the key ingredients, and provide tips for choosing the best ones for your skin. What is Acne and How Do Acne Wipes Help? Understanding Acne and Its Causes Acne is a skin condition that occurs when hair follicles become clogged with oil and dead skin cells, leading to the formation of pimples, blackheads, or whiteheads. Factors such as hormonal changes, genetics, and certain medications can contribute to the development of acne on the skin. The Benefits of Using Acne Wipes Acne wipes, also known as cleansing wipes, are designed to help treat and prevent acne while quickly cleansing and refreshing the skin. They offer a convenient way to remove impurities and exc...