Skip to main content

Posts

Showing posts from March, 2020

GENDA PHOOL SONG - Badshah Lyrics

GENDA PHOOL SONG - Badshah Lyrics in English Singer: Badshah Singer: Badshah Music: Aditya Dev Song:  Badshah Genda Phool – Badshah Chale jab tu latak matak Laundon ke dil patak patak Saasein jaayein atak atak Atta majhi satak satak Bum tera gote khaaye Kamar pe teri butterfly Body teri makhan jaise Khaane mein bas tu butter khaaye Come on baby kich kick it Kaatun teri ticket ticket Khelta nahi cricket cricket Par teri le loon vicket vicket Boroloker bitilo Lomba lomba chul Emon mathaye bedhe debo Laal genda phool Boroloker bitilo Lomba lomba chul Emon mathaye bedhe debo Laal genda phool Saawla sa rang tera Baawla sa dhang tera Mujhse chori chori baatein Kare ang ang tera Tere liye kuchh bhi kar loonga Teri main har loonga koyi bhi peeda Yeah! Pagal hua tere peechhe Jaise dimag mein keeda Lagge meethi jaise shakkar shakkar Aaja chala le chakkar chakkar Baaki ke launde pakar pakar I am Paris math of Yeah! Heart be...

বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে lyrics (Bolbona Go Ar Kono Din) - Sukumar Sarkar

বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে lyrics - Sukumar Sarkar  Singer Sukumar Sarkar Singer Shovon Roy Music Eagle Music Song Writer Sukumar Baul Bolbona Go Ar Kono Din Lyrics In Bengali : বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলে ছিলে গো, ভালবাসি গো আজ কেন গো এমন হলো? এমন হলো.. বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালবাসাতে যদি হয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ। কেন প্রতিবাদ.. বলবোনা গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গো দেহে জ্বলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বোলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে lyrics: Bolbona go aar konodin bhalobasho tumi morey Bolechile go valobashi go Aaj keno go emon holo Valobashate jodi hoy oporadh Tai niye go keno protibaad Bhalobashate je peyechi aghat Sei onol go dehe jole baromash Bolbo na go ar kono din Valobasho tumi more

Icche Puron (ইচ্ছে পূরণ) Lyrics by Shawon Gaanwala & Atiya Anisha

Icche Puron (ইচ্ছে পূরণ) Lyrics by Shawon Gaanwala & Atiya Anisha Song : Icche Puron Drama : Bujh Balika Obujh Balok Vocal : Shawon Gaanwala & Atiya Anisha Tune & Composition : Sajid Sarker Lyrics : Asif Iqbal Cinematographer : Ridoy Sarker Edit : Jobayer Abir Peal Direction : Mizanur Rahman Aryan Producer : Shahriar Shakil Production : Alpha-i Label : Gaanchill Music Icche Puron Song Lyrics In Bengali : চলো স্বপ্ন বুনি, ভালোবেসে তারা গুনি চলো যৌথ বাঁচি, তুমি আমি যাই আছি। ভালোবেসে থেকে যাই কাছাকাছি। এ জীবন হয়ে যাক ও জীবন হোক তবে ইচ্ছে পূরণ, শুরু হোক অন্যরকম, জীবন যাপন। চলো সুখে থাকি, সুখে রাখি পৃথিবী যেভাবে আমাদের রাখে। ও.. মান অভিমানে আহ্বনে সময় আমাদের যেখানে রাখে, চলো ভোর দেখি, রাত জাগি জোছনা হৃদয়ে মেখে। এই মন ছুঁয়ে যাক ওই মন হোক তবে ইচ্ছে পূরণ, এ জীবন ছুঁয়ে যাক ও জীবন। এ জীবন হয়ে যাক ও জীবন হোক তবে ইচ্ছেপূরণ, শুরু হোক অন্যরকম, জীবন যাপন। এই কাছে থাকি, দূরে যাই অথৈ আবেগের নদীতে ভেসে, ও হো শুধু ডাকাডাকি মাখামাখি অতল অনুভূতি ছুঁয়ে ...

Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু) - Samz Vai Lyrics

Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু) - Samz Vai Lyrics Singer Samz Vai Singer Eagle Team Music Ankur Mahamud Song Writer Samz Vai Tui Boro Beiman Re Bondhu Song Lyrics In Bengali : আমার সাধের রঙিন স্বপ্নো গুলা কাইড়া নিলো কে, আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে। আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে, ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে। তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান। ও.. কাটছে সময় ব্যস্ত সুখে মগ্ন নতুন মায়ায়, দিন কাটে তোর কার ভাবনায় চলিস কার ইশারায় ? যায়না ভোলা কোনো স্মৃতি কেমনে পারলি তুই? এখন মনের দুঃখ, মনের কথা করে আমি কোই ? যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে। তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান। তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া কি পেলাম তোরে ভালবাসিয়া, আমার এ মন জানে কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে। ভালোবেসে তোরে অবশেষে রইলাম আমি একা ঘরে,...

Avijog Song Lyrics - Tanveer Evan & Benazir

Avijog (অভিযোগ) Song - Tanveer Evan & Benazir Lyrics Singer Tanveer Evan & Benazir Singer Probir Roy Chowdhruy Music Piran Khan Song Writer Tanveer Evan Avijog Song Lyrics In Bengali : আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে হে.. ভুলিনি তো আমি, তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারো কাছে, হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। হে.. হে.. এই পৃথিবীতে এ.. তোমার পথে পা মিলিয়ে চলা তোমার হাতটি ধরে বসে থাকা, আমার আকাশে তোমার নামটি লেখা সাদার আকাশে কালো আবছা বোনা। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। ভুলিনিতো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারো কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে.. হে.. হে.. এই পৃথিবীতে এ.. ভুলিনিতো আমি তোমার মুখে হাসি আমার গা...

About Corona Lyrics - Tabib and Rana

About Corona Song Lyrics - Tabib Mahmud and Gully Boy Rana Singer Tabib Mahmud ,Gully Boy Rana Singer Raihan Uddin Music LMG BEATS Song Writer Tabib Mahmud এই রানা শোন একটি রোগের নাম ভাইরাস করোনা-Lyrics: এই রানা শোন  একটি রোগের নাম ভাইরাস করোনা  এই ব্যাপারে তোর আছে কোন ধারণা  জানি না আমি ভাই এত কিছু বুঝিনা  বুঝতে হবে নয় মরতে হবে  আরে ভাইরাস করোনা হতে পারে তোর  ভালোমতো হাত ধুবি সাবান দিয়ে  কি যা-তা বলছেন জবান দিয়ে  হাত ধুবো কেন  হাত ধুবো কেন  আপনি জানেন না ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয় শিশুদের হয় না  কে বললো তোকে তুই জানলি কোথায়  নেট থেকে দেখেছি হাজার উপায়  তারপরও হাত ধুবি  হাত ধুলে ক্ষতি নাই  ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই , সহমত ভাই আপনি যা বলবেন তাই হবে তাই  খুব প্রয়োজন মাস্ক পড়াটাও আজ খুব প্রয়োজন , নাক-মুখ-চোখ দিয়ে ভাইরাস ঢুকে  সরাসরি হিট করে আমাদের বুকে,  কিন্তু যে ভাই ,ঘর নাই যার কোথায় সাবান পাবে হাত ধোবে তার ? গুড...

Nesha Akhon Notun Jibon Lyrics - MSB

Nesha Akhon Notun Jibon Lyrics (নেশা এখন নতুন জীবন) - MSB Song : Nesha Akhon Notun Jibon Vocal,  Tune & Lyrics : MSB Music : Shamim Mahmud Story & Direction : Biplob Hossain Edit & Color : Roni Sikder Jetu Cinematography : Sojib Khan Producer : HB Shop Distributed by : HB Films Nesha Akhon Notun Jibon Song Lyrics In Bengali : কখনো গাঁজা, কখনো বাবা কখনো গাঁজা, কখনো বাবা মদ ছাড়াতো চলে না, নেশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, অবুঝ এ হৃদয়টারে শূন্য করে দিয়েছো। স্বার্থ খুঁজে বদলে গেছো নেশা আপন করেছে, নেশাও আজ তোমার মতো আমায় নষ্ট করেছে। কখনো গাজা, কখনো বাবা কখনো গাজা, কখনো বাবা মদ ছাড়াতো চলে না, নেশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না। আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই, তুমি ছাড়া শূন্য লাগে হৃদয়েরই আঙিনায়। কার চোখে চোখ রেখে অভিমান ভুলে যাও, ভালোবাসি বলে আজ কার বুকেতে মাথা দাও। তোমায় কেন পাইনা খুঁজে আমার শহর টায়? কার শহরে আলো মাখো আঁধার দিয়া আমায়? ...

Cholonamoyee Lyrics - Samz Vai

Cholonamoyee Lyrics (ছলনাময়ী) - Samz Vai Lyrics Singer Samz Vai Song : Cholonamoyee Singer : Samz Vai Music : P.B. Rudro Lyrics & Tune : Samz Vai Story : Mohammad Iqbal Hossain Script & Direction : Aador Shohag DoP : HM Zaman Produced by : Mohammad Iqbal Hossain Label : Six Seasons Multimedia Cholonamoyee Song Lyrics In Bengali : গল্প গুলো সব মিথ্যে ছিলো বুঝতে পারিনি আমি, মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে ওরে ছলনাময়ী। বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে আমায় ছেড়ে যেও না, কোথায় গেলো তোমার মিথ্যে কান্না এখন কি মনে পড়েনা ? এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারিনা তোমাকে, তোমার আমায় মনে আর কি পড়ে না? কি করে ভুলে গেলে আমাকে। ও বলিতে তোমার আমায় ছাড়া লাগে বড়ো একা, এখন কেন মুখ গোমরা করো পেলে আমারও দেখা। একটা সময় কাঁদাবে তোমায় আমার ও শূন্যতা, হাজারও ডাকলে আমায় মিলবেনা আমারও ছায়া। এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারিনা তোমাকে, তোমার আমায় মনে আর কি পড়ে না? কি করে ভুলে গেলে আমাকে। হবো একদিন খুব বড় আমি তুমি থাকবেনা যোগ্য আমার, দেখবে তুমি আর প...

Kande Mon Amar Lyrics - Samz Vai

Kande Mon Amar (কান্দে মন আমার) - Samz Vai Lyrics Singer Samz Vai Singer Mabrur Rashid Bannah Music Tanzil Hasan Song Writer Samz Vai Kande Mon Amar Song Lyrics In Bengali : আমার অন্তর পুইড়া হইলো কালা কেউ তো দেখেনা, কত সুখে আছি আমি তুমি জানো না। হো.. কথা ছিলো আমায় ছেড়ে তুমি যাবে না, আমায় কি আর বন্ধু তোমার মনে পড়ে না ? তুমি কোন সুখেরি আশায় আমায় গেলা ছাড়িয়া, তোমায় ছাড়া আর আমার মন মানে না। তোমার লাগি কান্দে মন আমার প্রাণ সখি গো, হইয়া গেসো এখন তুমি কার? দিবানিশি তোমায় ভাবি প্রাণবন্ধু রে, তোমায় ছাড়া মন বসে না একলা ঘরে। তোমার লাগি কলিজা আমার প্রাণ সখি গো, হইয়া গেসো এখন তুমি কার? তোমার লাগি কান্দে মন আমার প্রাণ সখি গো, হইয়া গেসো এখন তুমি কার? আমার অন্তর পুইড়া হইলো কালা কেউ তো দেখেনা, কত সুখে আছি আমি তুমি জানো না। তোমার লাগি কান্দে মন আমার প্রাণ সখি গো, হইয়া গেসো এখন তুমি কার? কান্দে মন আমার লিরিক্স -Samz Vai : Amar ontor puira hoilo kala Keu to dekhe na Koto sukhe achi ami tumi jano na Kotha chilo amay chere tumi jabe na Amay ki a...