Bawshonto Eshe Geche Lyrics

Bawshonto Eshe Geche Lyrics (বসন্ত এসে গেছে) - Anupam Roy And Lagnajita Chakraborty Lyrics


Singer Anupam Roy And Lagnajita Chakraborty
Music T-Series
Song Writer Anupam Roy



Bawshonto Eshe Geche Song Lyrics In Bengali :

একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষা শোনা যায়, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে,
কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে,
বসন্ত এসে গেছে।

তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

দূর হোক বানানের অকারণ চিন্তা
ই ঈ উ ঊ
ফাঁকা হোক ফুটপাত হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে
কেউ কানে কানে বলে গেলো
শোনা গেছে খবরে
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম, বসন্ত এসে গেছে।

রঙ লাগে শরীরের ভাঁজে ভাঁজে ডালপালা
মুকুলের সন্ধানে, বসন্ত এসে গেছে
তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

এই বসন্তে কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে,
আমার কাছে..
বসন্ত এসে গেছে
তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

বসন্ত এসে গেছে লিরিক্স :

Ek-rash bipoder maajhkhane shuye achi
Kanaghusho shona jaay Boshonto ese geche
Boshonto ese geche
Kobider mritodeho chapa pore kagoje
Basanta Eshe Geche
Taar chera jontrer majhkhane shuye achi
Aamloki bone shono..
Bashanta ese geche
Basonto ese geche
Dur hok bananer okaron chinta
Hoshoi -dirghoi , hoshou-dirghou
Fanka hok footpath hantbo aarame
Kokiler daake guti felbo caram-e
Keu kaane kaane bole gelo
shona geche khobore
Bosonto ese geche, Basanta ese geche


Post a Comment

0 Comments