Jodi sada ghora dana duti mele roy Ektu aalo chaya moho maya bodhoy Shopno akash dhusor canvas e Elomelo ogochalo khuje tomay Mix : Johan Alamgir Master : Johan Alamgir Recording Studio : JA Studio Drums Recording Studio : S.A.L Studios Recordist : Kazi Anan & Pushpo Ferdous Visual Production : JA Studio AR Shykat Ahad Antor Arefin Aric Nipu Shada Ghora Lyrics In Bengali : যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয় একটু আলো ছায়া মোহ মায়া বোধদয়, স্বপ্ন আকাশ, ধূসর ক্যানভাসে এলোমেলো অগোছালো খুঁজে তোমায়। কখনো আমি শুন্য নীলে যাই তখনো আবছা অন্ধকারে তাই, যখনি, নীহারিকা হও কী তুমি পেয়ে আলোতে হারাই। আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়, রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে কবিতা রূপকথায়, ভিনগ্রহে নিরুপায়। যদি হীরামন মনটা দুঃখী করে রয় (মনটা দুঃখী করে রয়) কার অরণ্য মনে অভিমানী অভিনয়, ময়ূরকণ্ঠী নীল আকাশে (নীল আকাশে) কাজল চোখের ভাষা মিশে জোছনায়। আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায় তোমাকে ইমনের কোনো অক্টেভে সাজাই, অচ...
FundayLyrics is one of the biggest song lyrics and tips & tricks sites that post earning tips, and technology tips.