Skip to main content

Posts

Showing posts from October, 2020

Narider Dao Fashi Lyrics by Tasrif Khan

Narider Dao Fashi ( নারীদের দাও ফাঁসি) Lyrics - Tasrif Khan                      Narider Dao Fashi Song Details: Song Name: নারীদের দাও ফাঁসি | Narider Dao Fashi Vocal & Composition: Tasrif Khan Songwriter: Tanbhir Siddiki  Narider dao fashi lyrics:  ধর্ষিতা দের সাজা হতে হবে ধর্ষকের কেন খোজ ? সমাজ বলেছে ঘরে রবে নারী কেন তারা বের হয় রোজ? কেন প্রতি দিন এখানে ওখানে নারীদের যায় দেখা? কেনই বা তারা সন্ধ্যে বেলায় বের হয় পথে একা!? সমাজ বলেছে ছেলেরা এমনই দুষ্টুমিতে ভরা, কেন বোকা নারী ছেলেদের হাতে বারে বারে দেয় ধরা? নিশ্চই তারা ছলনা করে ছেলেদের ডাকে কাছে পোশাকে আশাকে ঠিক নেই আরও কত দোষ আরো আছে! আমি বলি এই ধর্ষন রোধে নারীদের দাও ফাসি তবেই মিটবে ধর্ষন কেস সমাজের মুখে হাসি!! আমরা পুরুষ জাতে ধর্ষক এভাবেই গড়া প্রাণী মনে মনে কত ধর্ষন করি আমরাই শুধু জানি! শুধু একটু সাহস এর অভাব তাই পারিনা জোড়ে ধরে নিয়ে যেতে প্রতিদিন আমি যাকেই ইচ্ছে করে! শুধু মাঝে মাঝে সুযোগ এলে হঠাৎ কোন ক্ষনে, ধর্ষক রুপ বের হ...

Baby Girl Song Lyrics in English

BABY GIRL LYRICS – GURU RANDHAWA x DHVANI BHANUSHALI  Baby Girl Song Lyrics in English: Baby girl Baby girl Baby girl Baby girl Hoke ni taiyar Kithe chali ghar ton baahar Tainu kihda intezar Baby girl baby girl Hoke ni taiyar Kithe chali ghar ton baahar Tainu kihda intezar Baby girl baby girl Hoke ve taiyar Chali shopping nu haan yaar Tere dil na chakk le baahar Sanam your girl baby girl baby Kanna layi jhumki lai de ve Hathan layi kangan lai de ve Jehdi gall sunan nu dil kare Mainu I love you vi keh de ve Kanna layi jhumki lai dunga Hathan layi kangan lai dunga Je tu zindagi mere naam kare Tainu I love you vi keh dunga Baby High rated tera yaar Tu lagdi ae Lambo car Tere wargi na mutiyaar Baby girl baby girl Hoke ni taiyar Kithe chali ghar ton baahar Tainu kihda intezar Baby girl baby girl Baby Tera naa laike chhedan aan Saheliyan ve Mainu taan hai lagdi ae Teriyan sariyan cheli ve Mere yaar vi karde mainu tichran ni Te teri meri gall banati mere beliyan ne Hai mehnga m...

Tor Koshto Nebo Lyrics by Tasrif Khan

Tor Koshto Nebo Lyrics (তোর কষ্ট নেবো) Tasrif Khan | Kureghor        Tor Koshto Nebo Lyrics by Tasrif Khan : Tor Koshto Nebo Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Song Lyrics In Bengali Written by K M Tanbhir Siddiki. Song : Tor Koshto Nebo Vocal & Tune : Tasrif Khan Lyrics : K M Tanbhir Siddiki Tor Koshto Nebo Song Lyrics In Bengali : চারিদিকে এত শব্দ কিসের, কিসের আর্তনাদ? কোন চাওয়াটা হারিয়ে ফেলে কাঁদছিস দিবা রাত? কেমন রকম কষ্ট লাগে কোথায় কিসের ব্যথা? ঠিক কতটুকু মেপে বলে দে ভেঙে দে নিরবতা। আঁধার লাগে ভয়ে একাকার ভিড় থেকে সরে যাওয়া, হিসেব মেলে না, মেলেনা খাতা জীবনের চাওয়া পাওয়া। আমি কেমন আছি জেনে কী হবে? তুই ভালো নেই তাই, একসাথে চল দু এক কদম দুজনে হেঁটে যাই। আমি পাশে আছি তুই শুধু তোর গল্পটা বলে যা, আমি যে তোর কষ্ট টা নেবো দূরে সরে যাবো না, যাবো না। যদি ক্ষনিকের সেই ভয়, সত্যিই মনে হয় হাত বাড়ালে পাশে পাবি আমাকে, আমি বন্ধু নাকি প্রেম তোর নাকি কষ্টের অনুচর? ভেবে নাম দিস এই মাঝপথে থামাকে। আঁধার লা...

Kala Re Koiro Go Mana Lyrics Folk Song

Kala Re Koiro Go Mana Lyrics (কালারে কইরো গো মানা) Folk Song Kala Re Koiro Go Mana Lyrics Folk Song : Kala Re Koiro Go Mana Bengali Folk Song Is Sung by Sahana Bajpaie . Song : Kalare Koiro Go Mana Singer : Sahana Bajpaie Lyrics : Traditional Music Designed by : Rajkumar, Tirthankar Produced by : Inreco Kala Re Koiro Go Mana Song Lyrics In Bengali : সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি কার কুঞ্জেতে পোহায় নিশি আমায় করে সে প্রবঞ্চনা, সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... জ্বালাইয়া মোমের বাতি জাইগা রইলাম সারারাতি, বাসী হইল ফুলের বিছানা। আমি মরমে জ্বলিয়া মরি মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি জানে না? সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইরো গো মানা সে যেন আমার কুঞ্জে আসেনা।। সখি গো .... প্রেম করা রাখালের সনে সে কি প্রেমের মরম জানে? তোমরা কি তা জেনেও জানো না। সে যে বনে থাকে, ধেনু রাখে বনে থাকে, ধেনু রাখে, নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসেনা। কালারে কইর...

Majhe Majhe Nijeke Lyrics by Jems

 Majhe Majhe Nijeke Lyrics by Jems          Song : Majhe Majhe Nijeke Album Name : Brihospoti Singer : James (Nogor Baul) Released by : Sangeeta Complex   Majhe Majhe Nijeke Lyrics by James :   মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে অতীতের সাথে হয় কথোপকথন, মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন। ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল। মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে অতীতের সাথে হয় কথোপকথন।। হৃদয়ের মাঝে সিংহাসনে রেখেছিলাম যারে যতন করে, ভাবতেই অবাক লাগে যে বড় সে আছে আজ অনেক দূরে। ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল। মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে অতীতের সাথে হয় কথোপকথন।। আশার নয়ন সাগরেতে ভাসিয়ে ছিলাম যে সুখের তরী, জেনেছি অনেকটা পথ এসে মিথ্যে সকল আয়োজন। ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল। _ বড় একা লাগে _ কথোপকথন, ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল.. মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে অতীতের সাথে হয় কথোপকথন।।