Abar Brishti Hobe Lyrics - Minar Rahman & Shusmita Anis Singer Minar Rahman & Shusmita Anis Singer Minar Rahman Music Sajid Sarker Song Writer Minar Rahman Abar Brishti Hobe Lyrics: হয়তো এক ভোরে কোনো এক বিকেলে আবার আমাদের দেখা হবে, গোধূলির আলোয় মুখোমুখি হয়ে আবার আমাদের কথা হবে। আবার দু'জনে চেনা পথ ধরে বসন্ত বাতাস মেখে ভাসবো ও.. আবার দু'জনে গলির একোনে ওকোনে ভালোবাসা মেখে হাসবো। আবার দু'জনে চেনা পথ ধরে বসন্ত বাতাস মেখে ভাসবো ও.. আবার দু'জনে গলির একোনে ওকোনে ভালোবাসা মেখে হাসবো ও.. ঘুম ভাঙা শহর দেখবো, ঘুম ভাঙা শহর দেখবো।। আমি তোমার মাঝে বৃষ্টি হয়ে আবার ঝরতে চাই, আমি তোমার হাতের স্পর্শ হয়ে আবার বাঁচতে চাই। তোমার ওই দুটো চোখ জুড়ে কত গল্পের মায়া, অলিখিত সব কবিতা, আজ দিশেহারা। হয়তো জোছনা আকাশের বুকে আবার আমাদের ডাকবে, হয়তো অন্ধকার অভিমান মুছে আবার আলোতেই হাসবে। আবার দু'জনে চেনা পথ ধরে বসন্ত বাতাস মেখে ভাসবো, ও.. আবার দুজনে গলির একোনে ওকোনে ভালোবাসা মেখে হাসবো ও.. আবার দুজনে চেনা পথ ধরে বসন্ত বাতাস ...
FundayLyrics is one of the biggest song lyrics and tips & tricks sites that post earning tips, and technology tips.