Singer Tanjib Sarowar Singer Tanjib Sarowar Music Sajid Sarkar Song Writer Tanjib Sarowar Dube Dube (ডুবে ডুবে) Song Lyrics In Bengali : তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দুরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি। এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছে তোমায় নিয়ে যাবো বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো বলে দেবো চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি। ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায় শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছে তোমায় নিয়ে যাবো বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো বলে দেবো চুলে রেখে হাত... দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে...
FundayLyrics is one of the biggest song lyrics and tips & tricks sites that post earning tips, and technology tips.