Keu Nei | কেউ নেই | Kureghor Original Track Lyrics "keu nei" গানটি কুঁড়েঘর ব্যান্ডের প্রথম এ্যালবাম এর দ্বিতীয় গান। Keu Nei Song Lyrics: কাটা ঘোরে বারো থেকে বারো… সকাল টা হবে আবার ওওও… কাটা ঘোরে বারো থেকে বারো.. সকাল টা হবে আবার ও… , ওলিতে গলিতে শহরে নগরে চেচামেচি চিৎকার সব যাই ভরে কেউ নেই… কত জন এলো আর জানি কত জন আসবে কেউ নেই… আমার কেউ নেই…… কেউ নেই …আমার কেউ নেই…….. কেউ নেই…. আমার কেউ নেই…. কেউ নেই… আমার কেউ নেই…… দুটো পাখি এক সাথে বেধে ছিল বাসা … চোখে নিয়ে স্বপ্ন মনে কত আশা … দুটো পাখি এক সাথে বেধে ছিল বাসা চোখে নিয়ে স্বপ্ন মনে কত আশা হাল্কা বাতাসে ঘর নর বর এক পাখি ভাবে এই এল বুঝি ঝর এক জনে আগলাই এক জনে হাসে এক জনের সংসয় উরে গেল সেসে বোকা পাখি একা হলো আজ তার পাসে কেউ নেই … কত জন এলো আর জানি কত জন আসবে….. কেউ নেই….. আমার কেউ নেই….. কেউ নেই…. আমার কেউ নেই…. কেউ নেই.. আমার কেউ নেই…… কেউ নেই… আমার কেউ নেই….. চেনা মানুষ এর মুখে নতুন মুখস …. সময় ও তো বদ্লাই ওদের কি দোষ…. চেনা মানুষ এর মুখে নতুন মুখস সময় ও তো বদ্লাই...
FundayLyrics is one of the biggest song lyrics and tips & tricks sites that post earning tips, and technology tips.