Skip to main content

Posts

Showing posts from November, 2018

Sorbonash song Lyrics by Arman Alif

Sorbonash Song Lyrics in Bangla   আমি আসবোনো ভালােবাসবাে না যাবো চলে... তোমার চোখে যেন জল আসে না  তোমার কান্না সইতে পারি না  বারুদ রাখা বুকের ভেতর কালো গলিটায়  আমায় তুমি দুর্বল করো না  তুমি আমার সর্বনাশ জানো না  তোমার তরে ঘৃণা আমার শিরায় শিরায় পরিত্যাক্ত অগ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো  ধুলাে জমে জমে দিনে দিনে পুরোনো হলো  আমি আসবোনা ভালােবাসবাে না যাবো চলে  যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে  থাকবাে নিজে নিজের মতো যেখানে যত দূরে  দেহে আমি আছি বেঁচে ভেতরে গেছি মরে   রা রারা রা… … …  স্বপ্ন দেখে কত রাত নিঝুম কাটিয়েছি চোখে নেই ঘুম আজ এস্ট্রে টায় সুখ পুড়ে পুড়ে ছাই  অবহেলিত এখন এই আমি  কষ্ট লুকিয়ে হাঁসতে জানি  আগের মতো পাগল আমি আর নই পরিত্যাক্ত অগ্রহণযোগ্য আমার স্বপ্ন গুলো  ধুলাে জমে জমে দিনে দিনে পুরোনো হলো  আমি আসবেনো ভালােবাসবাে না যাবো চলে  যেখানে তারারা কষ্ট নিয়ে মিটি মিটি জলে  থাকবাে নিজে নিজের মতো য...